শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম লালদিঘী ময়দানে সুন্নী সম্মেলন সফলের আহ্বান

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম লালদিঘী ময়দানে আহলে সুন্নাত সম্মেলন সংস্থার (ওএসি) উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফলের আহŸান জানানো হয়েছে। আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফলের লক্ষে গতকাল (সোমবার) অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় বক্তারা এ আহŸান জানান। নগরীর বহদ্দারহাটস্থ কার্যালয়ে সংস্থার সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুন্নী সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক কাজী মুঈন উদ্দিন আশরাফী, সহ-সভাপতি আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা শাহ্ নূর মুহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়্যব আলী, উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়্যদ নুরুল আমিন, আল্লামা মুহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, পীরজাদা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মদীনা শরীফ প্রবাসী মাওলানা করিম উদ্দিন নূরী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা সৈয়্যদ ইউনুচ রেজভী, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক মাওলানা রেজাউল করিম, হাবিবুর রহমান সর্দার, মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা নাছির উদ্দিন তৈয়্যবী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন