সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। এর অাগে ৪ ঘণ্টা আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল সহকারে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা।
কারাবন্দি দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সমাবেশ করবে বিএনপি। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ।
দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে সমাবেশস্থল।
সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিপুল সংখ্যক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। শাহবাগ, মৎসভবন মোড়সহ উদ্যানের আশপাশে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশ অবস্থান নিয়েছে।
এদিকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে মঞ্চের চারপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এছাড়া সোহরাওয়ার্দীর চারপাশে এবং রমনা পার্ক ও মৎস্য ভবন এলাকায় গাছের ছায়ার নিচে অবস্থান নিয়েছেন। সমাবেশ শুরু হলেই এসব নেতাকর্মী দলে দলে যোগ দিবেন বলে তারা জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন