চতুর্থ প্রজন্মের স্মার্টফোনকে প্রযুক্তি প্রেমী সব শ্রেনীর মানুষের হাতে পৌঁছে দিতে মাইসেল মোবাইল দাম কমালো তাদের ফোরজি স্মার্টফোন স্পাইডার এ৭ এর । এখন মাত্র ৯৯৯০/- ( নয় হাজার নয়শত নব্বই) টাকায় পাওয়া যাবে শক্তিশালী ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ ব্যাক ক্যামেরা সম্বলিত স্মার্টফোন স্পাইডার এ৭। যা স্বল্প আলোতেও নিখুত ছবি তুলতে সক্ষম। ফোনটিতে রয়েছে ফাস্ট চ্যার্জিং সুবিধা এবং ব্যাটারি সেভিং মোড অপশন। বাজারে পাওয়া যাচ্ছে সাদা ও কালো এই দুই রঙের স্পাইডার এ৭। প্রতিটি হ্যান্ডসেট প্যাকেজে দেওয়া হচ্ছে আর্কষনীয় ডাটা ক্যাবল, চার্জার হেড, আর্কষনীয় হেডফোন, একটি স্কিন প্রোটেক্টর এবং একটি আর্কষনীয় ফ্লিপ কভার। ফোনটিতে আছে পাওয়ার ব্যাংকের ক্ষমতা আর ওটিজি সার্পোট ফলে ব্যবহার করা যাবে পেন ড্রাইভ, মাউস ও কি-বোর্ড। উচ্চ ক্ষমতা সম্পন্ন পলিমার ২ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি (ফিক্সড) যা দেবে দীর্ঘ চার্জে নিশ্চয়তা। অত্যাধুনিক ও আর্কষনীয় কনফিগারেশনের স্পাইডার এ৭ (ঝঢ়রফবৎ অ৭) মডেলের স্মার্টফোন পাওয়া যাবে নিকটস্থ যে কোন মোবাইলের আউটলেটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন