বিশ্বের প্রথম সৌরচালিত সোলার ইমপালস বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে। এটি প্রশান্ত মহাসাগরে তিনদিনের ফ্লাইট সম্পন্ন করেছে। খবর বিবিসির। শনিবার সন্ধ্যায় সোলার বিমানটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের ওপর দিয়ে উড়ে গেছে। বিমানটির ক্যালিফোর্নিয়ায় অবতরণ করার কথা। বিমানটি বৃহস্পতিবার হাওয়াই থেকে যাত্রা শুরু করেছিল। জাপানের এক ফ্লাইটে বিমানটির ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় আট মাস ধরে বিমানটি অকেজো ছিল। পরে এটি মেরামত করা হয়। দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার বিমানটি আবার উড্ডয়ন শুরু করে। বিমানটি ৯বার সফল ভ্রমণ সম্পন্ন করেছে। বিমানটি উড্ডয়নের পর এর পাইলট বারট্রান্ড পিকার্ড খুব উৎসাহ নিয়ে জানান, আমি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ অতিক্রম করেছি। আনুষ্ঠানিকভাবে আমি এখন যুক্তরাষ্ট্রে। গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে ভ্রমণ শুরু করে সোলার ইমপালস বিমানটি। আলাদা আলাদা ফ্লাইটের জন্য বিমানটিতে দুজন পাইলট রয়েছেন। ওমান, ভারত, মিয়ানমার ও চীন হয়ে জাপানে ভ্রমণ করেছে বিমানটি।
ষ ইমরান খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন