শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের এমপি মো. ইসরাফিল আলম বলেছেন, সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। আলেম উলামাগণ হলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। ওয়াজ মাহফিল, জুমার খুতবা, তাবলিগ, ব্যক্তিগত উদ্যোগ সব মিলিয়ে আলেমরা সমাজের প্রতিটি সদস্যের অন্তরে পরকালের ভাবনা ঢুকিয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। নৈতিকতা ও খোদাভীতির দীক্ষা দিচ্ছেন। সমাজের আর কোনো শ্রেণি-পেশার মানুষ যা পারছে না, তা সম্ভব হচ্ছে এই আলেমদের দ্বারা। তিনি আরো বলেন, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় আচারনিষ্ঠা এসব প্রয়োজনীয় জ্ঞান দেয়ার পাশাপাশি আলেমরা এখন সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গতকাল বুধবার দুপুরে আত্রাই উপজেলার ভবানীপুর বাজার চত্বরে আত্রাই-রানীনগর সর্বস্তরের ক্বওমী উলামায়ে কেরামদের উদ্যোগে বিশাল উলামা ও ইমাম সমাবেশ এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা. মো. সুলতান আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেীধুরী গোলাম মোস্তফা বাদল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, রানীনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইফনুছ আলী দুলাল, আত্রাই উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদার হোসেন, ইমাম-মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মওলানা আব্দুল আলীম উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছালাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন