বিএনপি নির্বাচনে না এলেও ২০০৮ সালের মত উৎসব মূখর পরিবেশে এবারের নির্বাচন হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল সন্ধায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। সরকার আবারও ভোটার বিহীন নির্বাচনের দিকে যাচ্ছে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যে প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদেরে বলেন, এই দেশে আর মাগুরা মার্কা নির্বাচন আর হবে না, এই দেশে আর ১৫ই ফেব্রুয়ারী মার্কা ভোটার বিহীন নির্বাচন হবে না। এইবারের নির্বাচন হবে ২০০৮ সালের মত উৎসব মুখর পরিবেশে। বিএনপি না এলে নির্বাচন কি থেমে থাকবে? থেমে থাকবে। বিএনপি না এলেও এবার এদেশে উৎসব মূখর পরিবেশে ভোট হবে।
হেরে যাওয়ার ভয় থাকলে বিএনপি নির্বাচনে আসবে না বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। বিএনপিও প্রস্তুত। কিন্তু এবার ঝুঁকি নিতে চায় না তারা। এবার সারা দেশে নৌকার জোয়ার, সেই জোয়ার থামানোর জন্য নির্বাচন বানচালের চেষ্টা করবে। সেখানেও যদি ব্যর্থ হয়, নির্বাচনে আসবে না। হেরে যাওয়ার ভয় থাকলে বিএনপি নির্বাচনে আসবে না। হেরে যাওয়ার ভয় থেকে প্রতিদিন বিএনপি নেতারা আবল-তাবল বকছে।
নির্বাচনের জন্য বামদের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য চাননি বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য আমরাও চাই। সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতার শত্রু ও নষ্ট রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই। কামাল হোসেন-বি চৌধুরীর ঐক্যের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে যে সব ঐক্যের কথা বলছে, তা শুরুতেই ভাঙ্গন শুরু হয়েছে। ঐক্যের মধ্যে ভাঙ্গনের সুর শরু হয়ে গেছে।
স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসের সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।#
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন