শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন আহামেদের গনসংযোগ

সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারে লিফলেট বিতরন

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ৪:৪০ পিএম

পটুয়াখালী-৪আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহামেদ পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ও চাম্পাপুর ইউনিয়নে গনসংযোগ চালিয়েছেন। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারে লিফলেট বিতরন করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজরে স্থানীয় আওয়ামীলীগ নেতা টেনু মৃধার নেতৃত্বে শতাধিক নেতাকর্মীদের নিয়ে তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ ও শোডাউন করেছে। এর আগে ওই ইউনিয়নের কলেজ বাজার ও চাম্পাপুর ইউনিয়নের বাংলা বাজারে শোডাউন শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন আহামেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সস্পাদক ফজলুর রহমান শানু শিকদার, মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টিন, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস,আওয়ামীলীগ নেতা অধ্যাপক আব্দুস সালাম, চাম্পাপুর ইউনিয়ন আওয়মীলীগের সহ সভাপতি হারুন আর ররিদ, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আঃ গফুর মোল্লা প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সালাম জানিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন