শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দাবি পূরণ না হওয়ায় মমতার বিরুদ্ধে ক্ষোভ সংখ্যালঘু সংগঠনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

লোকসভা ভোটের আগে মমতা সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের ক্ষোভ আবারও সরব হয়েছে। ফলে রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্কের সমীকরণ ঘিরে আবারও জল্পনা বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের। ২০১১ সালে প্রায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল সরকার। প্রথমবার ক্ষমতায় আসার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভোট ব্যাঙ্ক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিল সংখ্যালঘু মুসলিম ভোট। সাত বছর পার, ২০১৬ সাল থেকে রাজ্যে শুরু য়েছে তৃণমূল সরকারের দ্বিতীয় ইনিংস। কিন্তু মমতার সেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক যে টলমল হতে পারে, তার আগাম ইঙ্গিত গত আগস্ট মাসেই দিয়েছিলেন শাহি ইমাম নুর-উর রহমান বরকতি। তিনি বলেছিলেন, “মুসলিমদের দল হিসেবে আর থাকতে চায় না তৃণমূল।” বৃহস্পতিবার শহরে লোকসভা ভোটের আগে মমতা সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের ক্ষোভ আবারও সামনে এল। যার জেরে এ রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্কের সমীকরণ ঘিরে আবারও জল্পনা বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন