স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টা থেকে এ তীব্র যানজটের সৃষ্টি হয়। বিমানবন্দর সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে টানা আড়াই ঘণ্টা হাজার হাজার মানুষকে রাস্তায় আটকা পড়তে হয়।
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি এ কে এম রহমতুল্লাহকে সংবর্ধনা জানাবে বিমানবন্দর এলাকায় তাদের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিলে এ যানজটের সৃষ্টি হয় বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
এ কে এম রহমতুল্লাহ বিদেশ থেকে শাহজালাল বিমানবন্দরে সন্ধ্যা ৬টায় অবতরণের কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন