আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার বিজয়ে ভোটের আগ পর্যন্ত মাঠে থাকবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
রোববার বিকালে রাজধানীর এজিবি কলোনীর ঈদগাহ মাঠে ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকায় মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভা ও গণসংযোগে এমন ঘোষণা দেওয়া হয়। টানা সাতদিন ব্যাপী কর্মসূচির আজ ছিল সমাপনি দিন।
সভায় নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়ে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউনাইটেডের দাবি ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হলেন, কী ষড়যন্ত্র করার জন্য সে ব্যাপারে দেশবাসি ও সংগঠনের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্র্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া প্রমুখ।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। দুপুরের পরপরই সমাবেশের উপস্থিতি নির্ধারিত মাঠ অতিক্রম করে আইডিয়াল স্কুলে সামনের রাস্তা পর্যন্ত চলে আসে। পরে সভা শুরু হলে বক্তারা আগামী নির্বাচনে ‘গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনে’ আওয়ামী লীগের প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী স¤্রাট বলেন, আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগামীতে যাকে নৌকার প্রতীক দেবেন, তার পক্ষ নিয়ে কাজ করবে যুবলীগ। আমাদের একটাই লক্ষ্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শান্তির জন্য রাষ্ট্র নায়ক শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে ঢাকা দক্ষিণ যুবলীগ কাজ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন