বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা রাতে বৈঠকে বসছেন। রোববার (৭ অক্টোবর) রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের গুলশানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ অংশ নেবেন। এছাড়া যুক্তফ্রন্টের পক্ষে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) আব্দুল মান্নান অংশ নেবেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন থাকবেন।
বৈঠকে চলমান জাতীয় ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে বৈঠকের খবর গণমাধ্যমে জানানো হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন