বিশেষ সংবাদদাতা : যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সাথে বিএনপির আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। বৃহত্তর জাতীয় ঐক্যের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় রাত আটটায় এ বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠক থেকে নতুন সিদ্ধান্ত আসতে পারে। জাতীয় ঐক্যের ঐক্যবদ্ধ কর্মসূচী এবং যৌথ ইশতেহার চূড়ান্তের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া নির্দলীয় সরকারের রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকের খবর গণমাধ্যমে জানানো হয়নি। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকের বিষয়বস্তু, লক্ষ্য ও কাজ সম্পর্কে কোনও কিছুই জানানো হবে না।
এই বৈঠকে যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার ছয় জন ও বিএনপির ৩ জন নেতা অংশ নেন। যুক্তফ্রন্টের পক্ষে রয়েছেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও মেজর (অব.) আব্দুল মান্নান। জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমিন আছেন। বিএনপির পক্ষে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশররফ হোসেন বলেন, বৃহত্তর ঐক্যকে কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। এবিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরো এক ধাপ এগুবে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন বলেন, বৈঠকের বিস্তারিত বিষয় এখনই জানাতে চাচ্ছি না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন