শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

ডাউন সিনড্রোম ও মুখের স্বাস্থ্য

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ডাউন সিনড্রোম জেনেটিক কারণে একটি জন্মগত অচলাবস্থা যা ক্রমোজোমের অসংগতির কারণে হয়ে থাকে। ডাউন সিনড্রোমে শারীরিক অস্বাভাবিকতা এবং মানসিক ভারসাম্যহীনতার সমন্বয় দেখা যেতে পারে। ডাউন সিনড্রোমে বুদ্ধিমত্তার অক্ষমতা পরিলক্ষিত হয়ে থাকে যা চর্চার মাধ্যমে ধীরে ধীরে উত্তরণ ঘটানো সম্ভব। পিতা-মাতা থেকে জিন তাদের সন্তানে সঞ্চালিত হয়ে থাকে। এ জিন বহন করে থাকে ক্রোমোজোম। যখন শিশুর কোষ গঠিত হয় তখন প্রত্যেক কোষ সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম গ্রহণ করে থাকে। এর অর্ধেক পিতা আর অর্ধেক মাতা থেকে আসে। শিশুদের মধ্যে যারা ডাউন সিনড্রোমে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে একটি ক্রোমোজোম ঠিকভাবে আলাদা হয় না। শিশুর গঠন শেষ হয় একুশ নাম্বার ক্রোমোজোমের ৩টি কপির মাধ্যমে, যেখানে কপি হওয়ার কথা ছিল স্বাভাবিক নিয়মে দুটি। এ অতিরিক্ত একটি ক্রোমোজোম সমস্যা সৃষ্টি করে থাকে যার কারণে মস্তিস্কে এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ডাউন সিনড্রোমের শিশুদের জন্মের সময় জিহ্বায় ফোলাভাব থাকতে পারে। পরবর্তীতে এ রোগীদের ফাটলযুক্ত জিহ্বা বা ফিসারড্ টাং হওয়ার সম্ভাবনা থাকে। ডাউন সিনড্রোম রোগীদের স্থায়ী দাঁত ওঠার সময় প্রায়ই অনিয়মিত বা বিলম্বিত হতে পারে। রোগীর দাঁতের গোড়া ছোট হয়ে থাকে এবং কনিকাল আকৃতি হয়ে থাকে। এ কারণেই পেরিওডন্টাল রোগে যতœ না নিলে ডাউনস্ সিনড্রোম রোগীদের দাঁত তাড়াতাড়ি পড়ে যায়। এছাড়া এ রোগীদের মুখে অ্যাপথাস আলসার, ওরাল ক্যান্ডিডা সংক্রমন এবং আলসারযুক্ত মাড়ি রোগ দেখা যেতে পারে। ডাউন সিনড্রোম রোগীদের যেহেতু বুদ্ধিমত্তার অক্ষমতা পরিলক্ষিত হয় অর্থাৎ শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা রয়েছে তাই মুখের যতেœ পরিবারের সবার তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
ষ ডাঃ মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল : ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন