ময়মনসিংহের ফুলপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার বওলাকান্দা (মোকামিয়া) গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (৩৫) ও রমজান আলীর ছেলে সোহাগ মিয়া (২৮)।
জানা যায়, ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলমের নির্দেশে এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে পৌর এলাকার গোদারিয়া সরকারি কোয়ার্টার কাজলী সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কামরুল ও সোহাগকে আটক করে। এ ব্যাপারে ফুলপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দু'মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন