শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

পাঠাগার স্থাপনে এগিয়ে আসুন

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

 

দেশের সার্বিক উন্নয়নে শুধু সুঠাম দেহের জনশক্তিই কাম্য নয়, এ জন্য প্রয়োজন সুষ্ঠু মানসিকতা ও মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ সমৃদ্ধ জনশক্তি। সে ক্ষেত্রে পাঠাগারের ভূমিকা অপরিসীম। অনেক শিক্ষার্থীই জ্ঞানতৃষ্ণা মেটাতে প্রয়োজনীয় বই, পত্রিকা, জার্নাল ইত্যাদির জোগান পাচ্ছে না। কেননা, এত বিস্তৃত চাহিদার জোগান তাদের পক্ষে ব্যক্তিগতভাবে পূরণ করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে এসব জোগান দেওয়ার মাধ্যমে রয়েছে পাঠাগারের অবদান, যা সমবায় ভিত্তিতে সম্পন্ন হতে পারে। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে, নিজ বাসার চেয়ে পাঠাগারে বসে জ্ঞানচর্চা বেশি হয়। এ জন্য প্রত্যেক গ্রাম, মহল্লা, ইউনিয়ন পরিষদ, পৌরসভায় সমবায় ভিত্তিতে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া যায়। এ রকম একটি শিক্ষামূলক মহৎ কাজ সম্পাদনে তারা নিজেদের ও অন্যদের বোঝাতে সক্ষম হবে।
মো. মাসুদ রানা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন