শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পথশিশু ট্রাস্ট চাই

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আমাদের সমাজ ব্যবস্থায় পথশিশুদের তেমন মূল্যায়ন করা হয় না। তাদের সোনালি ভবিষ্যৎ যেন মিলিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালায়, মাদকের নেশায়, প্রখর রোদে ও হাড় কাঁপানো শীতের দাপটে। বাংলাদেশে তাদের সংখ্যা কত তার সঠিক হিসাব আমরা নিশ্চিত করে বলতে পারব না। তবে পত্রিকার মাধ্যমে জানা যায়, অধিকারবঞ্চিত পথশিশুদের সংখ্যা বেড়েই চলছে। বিআইডিএস ও ইউনিসেফের ২০০৫ সালের গবেষণা অনুযায়ী দেশে ১১ লাখ ৭৯ হাজার ৭২৮ জন পথশিশু রয়েছে। এভাবে চলতে থাকলে ২০২৪ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে ১৬ লাখ ১৫ হাজার ৩৩০ জনে। পরিসংখ্যান যাই হোক, আমরা ১৬ কোটি ১০ লাখ মানুষ কি পারি না ওদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে! অবশ্যই পারব যদি আমাদের সবার মনে ওদের জন্য একটু ভালোবাসা, সহানুভূতি, আন্তরিকতা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, পথশিশু রোধে ট্রাস্ট খুলুন। যেখানে সর্বসাধারণ প্রযুক্তি বা অন্যান্য মাধ্যমে সাহায্য-সহযোগিতা করতে পারে। এতে পথশিশুদের উপকার হবে এবং এ দেশ থেকে মুক্ত হবে পথশিশু নামের অভিশপ্ত নামটি।
মো. শামীম মিয়া
আমদিরপাড়া, জুমারবাড়ী, সাঘাটা, গাইবান্ধা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন