আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ বলেছেন, ইসলামের সঠিক আকিদা তথা তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে দাওয়াতে খায়ের কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। গাউসিয়া কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে ত্বরিকত ও ইসলামের প্রচারে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে হবে। তিনি জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে আজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র সহযোগী সংগঠন গাউসিয়া কমিটি আয়োজিত দাওয়াতে খায়ের কনভেনশনে সভাপতির বক্তব্যে একথা বলেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে গত সোমবার রাতে অনুষ্ঠিত কনভেনশনে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ। গাউসিয়া কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদের সঞ্চালনায় কনভেনশনে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। বক্তব্য রাখেন আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আনজুমান ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল গিয়াস উদ্দিন সাকের, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, আঞ্জুমান সদস্য তৈয়বুর রহমান, নুরুল আমিন, নূর মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর দিদারুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন