কুমিল্লার লাকসামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউপির সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালেপুর গ্রামের মুন্সী হেদায়েত উল্লাহর ছেলে ছপি উল্লাহ (৪০) এবং স্ত্রীর নাম রাবেয়া (২৮)।
নিহত দম্পতির দুই মেয়ে এক ছেলে রয়েছে।
জানা যায়, নিহত দম্পতির দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ছিলো। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় পারিবারিক দ্বন্দ্বে প্রথমে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে নিয়ে আসে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন