শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

চট্টগ্রাম ওয়াসার পানির অপচয় রোধবিষয়ক স্কুল ক্যাম্পেইন

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর অক্সব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুলে গতকাল (মঙ্গলবার) স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ শওকত আলীর সভাপতিত্বে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত পানি অপচয় রোধবিষয়ক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলা এবং জাইকা পানি প্রকল্পের পাবলিক ক্যাম্পেইন স্পেশালিষ্ট মীর মোঃ হাসান আবদুল্লাহ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম ওয়াসার সংক্ষিপ্ত পরিচিতি, দৈনন্দিন পানি ব্যবহারের মিতব্যয়িতা, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা এবং বিশুদ্ধ পানি পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ কি কি বিষয়ে সচেতনতা প্রয়োজন সেইসব বিষয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। ওয়াসা সূত্র জানায়, এ ধরনের ক্যাম্পেইন মহানগরীর বিভিন্ন স্কুলসমূহে পর্যায়ক্রমে পরিচালিত হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন