শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে মৌখিক পরীক্ষা আজ ও কাল

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদের মৌখিক পরীক্ষা আজ ও কাল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংকেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি সাক্ষাৎকার দিতে ইতিমধ্যে প্রায় ২০ জন প্রার্থীকে ডেকেছে। এদিকে, সার্চ কমিটি গঠন ও কমিটির প্রধান কাজী খলীকুজ্জমান আহমদ আগেই বলেছেন, কোনো সুপারিশ বিবেচনায় নয়, যোগ্যতা যাচাই করে প্রার্থী বাছাই করা হবে। যদিও বাংলাদেশ ব্যাংকে চাউর রয়েছে, দুই ডেপুটি গভর্নর কে হচ্ছেন তা আগে থেকেই নির্ধারিত। যাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন বিতর্কিত কর্মকর্তাও রয়েছেন। যার বয়স নিয়েও জটিলতা রয়েছে, যা এখনো তদন্তাধীন। এমনকি এই পদে নিয়োগের জন্য আবেদন করার যোগ্যতাই নেই ওই কর্মকর্তার। এছাড়া বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী একাধিক আবেদনকারীর স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি ও অভিজ্ঞতা নেই। অবশ্য অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা সাক্ষাৎকারে অংশ নেওয়ার ডাক পেয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজনের এ পদে আবেদনের যোগ্যতাই নেই। ডেপুটি গভর্নর পদের জন্য আবেদনকারীর যোগ্যতায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং ২৫ বছরের ব্যাংকিংয়ের অভিজ্ঞতা চাওয়া হলেও এসব প্রার্থীর কারও কারও শুধু স্নাতক সম্মান ডিগ্রিই রয়েছে, আবার কেউ শুধু স্নাতকোত্তর ডিগ্রিধারী। ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেন। ডাক পাওয়া প্রার্থীদের বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। পাশাপাশি রয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া সাবেক ব্যাংকার এবং অর্থনীতিবিদও আছেন বলে জানা গেছে। ডেপুটি গভর্নর আগে থেকেই নির্ধারিত এ বিষয়ে সার্চ কমিটির প্রধান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ইনকিলাবকে বলেন, বাংলাদেশ ব্যাংক চালানোর মতো দক্ষতা ও যোগ্যতা যাদের আছে তাদেরকেই এই পদের জন্য বিবেচ্য হবেন। এই কমিটি কোনো অনিয়মকে মেনে নিবে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন