পাপুয়া নিউগিনিতে গতকাল বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭। রাশিয়া বিজ্ঞান একাডেমির (আরএএস) এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৯.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৫৬.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৭৪ কিলোমিটার গভীরে। আর এটির অবস্থান হচ্ছে উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে। স্থানীয় সময় ১০টা ১৬ মিনিট (গ্রিনিচ মান সময় ১২১৬টা) ভূমিকম্পটি আঘাত হানে। সেখানে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এদিকে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। গতকাল বৃহস্পতিবার দেশটির জাভা ও বালি দ্বীপে রিখটার স্কেল ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন