গুগল ম্যাপের ওপর মানুষের নির্ভরতা দিনকে দিন বাড়ছেই। বিভিন্ন সড়কের খোঁজে মানুষ ঢুঁ মারেন গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে। কারণ এতে করে ভার্চুয়াল ভ্রমণেরও একটা সুযোগ মেলে। কিন্তু সেই ভ্রমণ হল এবার বিবাহ বিচ্ছেদের কারণ। পেরুতে গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে স্ত্রীর কোলে মাথা রেখে অন্য একজনকে শুয়ে থাকতে দেখে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন এক ব্যাক্তি।
জানা যায়, তিনি পেরুর রাজধানী লিমার একটি জনপ্রিয় সেতুর জন্য গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে যেয়ে রাস্তা খুঁজছিলেন। এমন সময় তিনি দেখেন, রাস্তার পাশের পার্কে তাঁর স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন অপর এক ব্যক্তি। তিনি বুঝে যান স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি। আর এই দৃশ্য দেখার পরই তিনি বিবাহবিচ্ছেদের জন্য মামলা করেন যেটি পরে কার্যকর হয়। পার্কের ওই ছবিগুলো ২০১৩ সালের গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় তোলা। সূত্র: ডেইলি মেইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন