রাজধানীর উত্তরখানে গ্যাস লাইনের আগুনে দগ্ধদের মধ্যে একজন মারা গেছেন। শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এত ৮ জন দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, উত্তরখানের ব্যাপারীপাড়ার ওই বাসায় আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকোট শব্দে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটকজন দগ্ধ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ ব্যাপারে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন