শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাফরুল্লাহর বিরুদ্ধে জিডি সেনা সদরের, তদন্ত করছে ডিবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ৪:৫৬ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লার চৌধুরীর বিরুদ্ধে জিডি করেছে সেনা সদর দপ্তর। বেসরকারি টেলিভিশন ’সময়’ এর একটি টকশো’তে  সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় এ জিডি করা হয়েছে। সেনা সদরের মেজর এম রকিবুল আলম বাদী হয়ে গত ১২ অক্টোবর শুক্রবার ক্যান্টনমেন্ট থানায় এই জিডি করেছেন। জিডি নম্বর-৪৯৮। জিডির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি দক্ষিণ)। 
 
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জিডির সত্যতা নিশ্চিত করেছেন। জিডিতে গত ৯ অক্টোবর রাতে সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে  সেনাপ্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপ্রসূত ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি কেন, কি উদ্দেশ্য এবং কাদের প্ররোচনায় তিনি সেনাপ্রধান সম্পর্কে এসব কথা বলেছেন তা তদন্তের আবেদন করা হয়।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন