গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লার চৌধুরীর বিরুদ্ধে জিডি করেছে সেনা সদর দপ্তর। বেসরকারি টেলিভিশন ’সময়’ এর একটি টকশো’তে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় এ জিডি করা হয়েছে। সেনা সদরের মেজর এম রকিবুল আলম বাদী হয়ে গত ১২ অক্টোবর শুক্রবার ক্যান্টনমেন্ট থানায় এই জিডি করেছেন। জিডি নম্বর-৪৯৮। জিডির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি দক্ষিণ)।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জিডির সত্যতা নিশ্চিত করেছেন। জিডিতে গত ৯ অক্টোবর রাতে সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে সেনাপ্রধান সম্পর্কে
ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপ্রসূত ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি কেন, কি উদ্দেশ্য এবং কাদের প্ররোচনায় তিনি সেনাপ্রধান সম্পর্কে এসব কথা বলেছেন তা তদন্তের আবেদন করা হয়।
মন্তব্য করুন