শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অপু বিশ্বাসের নিখোঁজ হওয়া নিয়ে জিডি করবেন নির্মাতারা

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ছয় মাসের বেশি সময় ধরে নিখোঁজ চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি কোথায় আছেন তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকটা অঘোষিতভাবেই নিরুদ্দেশ রয়েছেন তিনি। এ অবস্থায় তাকে নিয়ে নির্মাণাধীন সিনেমার নির্মাতারা বেশ বিপাকে পড়েছেন। সিনেমার কাজ শেষ করতে পারছেন না। পাঙ্কু জামাই, মাই ডার্লিং, মা, ভালোবাসা ২০১৬সহ বেশ কয়েকটি সিনেমার কাজ আটকে আছে। বারবার চেষ্টা করেও এসব ছবির প্রযোজক-পরিচালক অপুর কোনো খোঁজ পাচ্ছেন না। তার ব্যবহৃত ফোন নাম্বার, ব্যবসাপ্রতিষ্ঠান সবই এখন বন্ধ। এরইমধ্যে বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে জানিয়েছেন প্রযোজক-পরিচালকরা। অবশেষে তারা ঠিক করেছেন ‘অপুকে পাওয়া যাচ্ছে না’ মর্মে থানায় জিডি করবেন। এ বিষয়ে মাই ডার্লিং সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, প্রযোজকের টাকা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো নায়ক-নায়িকার নেই। আমিসহ অন্যান্য পরিচালক এরই মধ্যে শিল্পী সমিতিকে বিষয়টি জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ নেয়নি। অথচ কোটি টাকা লগ্নি করে আমরা অসহায়। এভাবে চলতে পারে না। বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহেই আমরা থানায় জিডি করব। নিশ্চয়ই প্রশাসন অপুকে খুঁজে বের করে আমাদের সহযোগিতা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
nazim uddin ১১ এপ্রিল, ২০১৭, ৫:০৪ এএম says : 0
........... sakib khan step down from film industry,
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন