শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকেশ্বরী মন্দিরকে দেড় বিঘা জমি দিয়েছেন প্রধানমন্ত্রী

বাসস | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ২:৪২ পিএম

দীর্ঘ ৬০ বছরের পুরানো সমস্যা মিটিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে দেড় বিঘা জমি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী বলেন, ‘মন্দিরের (জমি) দীর্ঘ ৬০ বছরের সমস্যা মিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জমি আমাদের দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদেরকে এই জমি প্রদান করলেন।’

চ্যাটার্জী দীর্ঘ দিনের সমস্যা সমাধানে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে জমি দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেখ হাসিনা গতকাল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে মন্দিরের জমি সমস্যা সমাধানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছিলেন। বিকেলে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই সমস্যাটির সমাধান করে দিয়েছি। বাকি কাজ আপনাদের ওপর নির্ভর করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন