শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

খুলনা ছাত্রদলের কমিটি গঠনে বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল ইসলাম নূর, খুলনা থেকে : আন্দোলনের ‘ভ্যানগার্ড’ খ্যাত ছাত্রদলকে শক্তিশালী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খুলনা মহানগর বিএনপি। আগামীর আন্দোলনে বিশ্বস্ত হাতিয়ার গড়ে তুলতে অধ্যায়নরত, গ্রহণযোগ্য, ক্লিন ইমেজের সংগ্রামী ছাত্রনেতাদেরই খুঁজছেন নীতি-নির্ধারকরা। সে লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) থেকে আগামী ৩ মে পর্যন্ত নেতৃত্ব প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহ করছে বিএনপি
দলীয় সূত্রে জানা গেছে, আজ থেকে শুরু হবে আবেদন ফরম বিতরণ, চলবে ৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা এবং বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে আবেদনপত্র বিতরণ ও সংগ্রহের কাজ। আবদেন ফরম বিতরণ করা হবে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদের জন্য। আবেদন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি, পরীক্ষা পাসের সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং বর্তমান/সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র অবশ্যই জমা দিতে হবে। পরে যাচাই-বাছাই করে আংশিক কমিটির একটি খসড়া তালিকা অনুমোদনের জন্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে প্রেরণ করবে খুলনা মহানগর বিএনপি
সূত্রটি বলছে, নগর বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক শেখ সাদী ও সহ-সম্পাদক আব্দুল আজিজ সুমন ফরম বিতরণ ও সংগ্রহের দায়িত্ব পালনের জন্য নির্ধারিত সময়ে দলীয় কার্যালয়ে থাকবেন।
গত ২৩ এপ্রিল খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় ছাত্রদলের নতুন, শক্তিশালী ও আন্দোলনমুখী একটি কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্তের আলোকে গঠিত কমিটির সভায় এসব নীতিমালা গ্রহণ করা হয়। গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আন্দোলনমুখী কমিটি গঠন করার চেষ্টা করবো। তবে অতীতে বিশ্বস্ততার সাথে আন্দোলন-সংগ্রামে থেকে নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন; এমন সদ্য সাবেক ছাত্রনেতাদের হতাশ হবার কিছু নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন