স্টাফ রিপোর্টার : দায়িত্ব অবহেলার দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ কর কর্মকর্তা ও উপ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকালে মেয়রের নির্দেশে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের সচিব খান মোহাম্মদ রেজাউল করিম।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, অশরাফুজ্জামান হাওলাদার, জুনায়েদ আমীন, শাহজাহান আলী, সুমনা ইয়াসমীন, ইকবাল আহমেদ, উপ-কর কর্মকর্তা মোহাম্মদ সাজাহান, মনিরুজ্জামান, জসিমউদ্দীন, বাতেন চৌধুরী, জায়ীদ হোসেন, মোশারফ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ আদনান, মেজবাহ, হেদায়েত উল্লাহ ও মাহেদুল হক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন