বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মুসলিমবিদ্বেষী অপরাধ বেড়েছে যুক্তরাজ্যে

মোট সংঘটিত অপরাধের ৫২ শতাংশই ধর্মীয় বিদ্বেষজনিত অপরাধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গত কয়েক বছরে যুক্তরাজ্যে ধর্মীয় বিদ্বেষজনিত অপরাধ কিংবা কারও ধর্মীয় বিশ্বাসের জন্য আক্রমণের লক্ষ্যবস্তু করার প্রবণতা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে মুসলিমবিদ্বেষী অপরাধের হারও। মোট সংঘটিত অপরাধের ৫২ শতাংশই ছিল ধর্মীয়বিদ্বেষজনিত অপরাধ, যার বেশিরভাগই মুসলিমদের লক্ষ্য করে চালানো হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব কথা জানা গেছে। মঙ্গলবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত বর্ণবিদ্বেষী অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, অন্য স¤প্রদায়ের তুলনায় প্রাপ্তবয়স্ক মুসলিমদেরকে বেশি বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হতে হয়।’ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, বিদ্বেষমূলক হামলার শিকার হওয়ার দিক থেকে মুসলিমদের পর পরই রয়েছে ইহুদি স¤প্রদায়ের মানুষরা। যুক্তরাজ্যে বসবাসরত ইহুদিদের ১২ শতাংশকে বিদ্বেষী হামলার শিকার হতে হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৭-২০১৮ সালে ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশ ৯৪ হাজার ৯৮টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা রেকর্ড করেছে, আগের বছরের চেয়ে যা ১৭ শতাংশ বেশি। ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের হার বেড়ে যাওয়ায় তা মোট বিদ্বেষমূলক অপরাধের সঙ্ক্যায় প্রভাব ফেলেছে। ২০১৭-১৮ সালে ৮ হাজার ৩৩৬টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে যা সংখ্যায় আগের বছরের চেয়ে ৫ হাজার ৯৪৯টি বেশি। বিদ্বেষমূলক অপরাধ হলো সেই অপরাধ নিজস্ব বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতার জন্য কাউকে শত্রু মনে করে তাকে আক্রমণ করা। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্লেষণে বলা হয়, ‘পুলিশ রেকর্ডিং-এর উন্নতি হওয়ার কারণে এ ধরনের অপরাধের কথা বেশি করে সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে ইইউ গণভোট ও ২০১৭ সালের সন্ত্রাসী হামলার মতো ঘটনাগুলোও বিদ্বেষমূলক অপরাধের হার বাড়ার পেছনে ভূমিকা রেখেছে’। গত বছর ব্রিটেনে বর্ণবিদ্বেষী অপরাধের হার ১৪ শতাংশ বেড়েছিল। বিদ্বেষমূলক হামলা ঠেকানো ও এ ধরনের হামলার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘বিদ্বেষমূলক অপরাধ সরাসরি যুক্তরাজ্যের দীর্ঘদিনের একতা, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধজনিত মূল্যবোধের বিরুদ্ধে যায়। এ ধরনের অসুস্থ আচরণ রুখতে আমি অঙ্গীকারবদ্ধ। আমাদের নতুন কর্মপরিকল্পনায় ঠিক করা হয়েছে কিভাবে আমরা বিদ্বেষ ও বর্ণবাদের মূল কারণগুলোকে মোকাবিলা করব, বিদ্বেষমূলক অপরাধের শিকার ব্যক্তিদের সমর্থন দেব এবং আক্রমণকারীদেরকে পুরোপুরি আইনের মুখোমুখি করব। গার্ডিয়ান, বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন