সিলেট অফিস : সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ডে পূর্ব পীরমহল্লার প্রভাতী আবাসিক এলাকায় পাঁচতলা একটি ভবন পার্শ্ববর্তী ছয়তলা আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। হেলে পড়া ভবনটির মালিক যুক্তরাজ্য প্রবাসী আবদুল বাসিত। ‘শ্রীধরা হাউস’ নামক ৬২/বি নং ভবনটি ৬২/এ-১ ভবনের উপর হেলে পড়েছে। ৬২/এ-১ ভবনের মালিক আবদুল বাসিতের ভাই আবদুস শাকুর। গতকাল বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনটি পূর্বদিকে পার্শ্ববর্তী ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ভবনের ভাড়াটিয়া ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, হেলে পড়া ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। ভবনটি হেলে পড়লেও এর গায়ে কোনো ফাটল দেখা যায়নি। ভাড়াটিয়ারা জানায়, চলতি বছরের জানুয়ারিতে এক ভূমিকম্পে ভবনটি সামান্য হেলে পড়ে। পরে গত ১৩ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে ভবনটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন