রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় আতিক (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
খবরটি নিশ্চিত করে ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নর্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি কামরুজ্জামান বলেন, নর্দা এলাকায় একটি বাস আতিককে ধাক্কা দেয়। স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আতিক ছুটিতে ছিল। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রগতি সরণি এলাকায় গিয়েছিল সে।
মন্তব্য করুন