সেবাই যার আদর্শ, সেই ডাক বিভাগ আজ মুখ থুবড়ে পড়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সম্ভাবনাময় এই খাতটিকে। বিপরীতে মানুষ নির্ভরশীল হচ্ছে বিভিন্ন বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর। সেবার মান দুর্বল হওয়ার কারণে আন্তর্জাতিক মানি অর্ডার নেমে এসেছে অর্ধেকে। আধুনিক প্রযুক্তির দাপটের মাঝেও পৃথিবীর বিভিন্ন দেশে এখনও সরকারি ডাক ব্যবস্থাই যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিবেশী দেশ ভারতেও নাগরিকদের আস্থা সরকারি ডাক ব্যবস্থায়। অথচ আমাদের ডাক ব্যবস্থা দিন দিন তলিয়ে যাচ্ছে অতলে। তাই অতীতের জনপ্রিয় এই খাতকে উদ্ধারে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে এখনই। অবহেলিত ডাক ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পারলে এ খাতে বিপুল সম্ভাবনা আশা করা যায়। দক্ষ জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়নসহ ডাক বিভাগে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে। অন্যথায় মানুষ এ ব্যবস্থা থেকে পুরোপুরি বিমুখ হয়ে পড়বে। যার ফলে বর্তমান এবং অদূর ভবিষ্যতে রাষ্ট্রকেই এর মাশুল দিতে হবে।
শফিউল আল শামীম
পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন