শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাতকে সুরমাসহ শাখা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (উপজেলা) সংবাদদাতা : ছাতকে সুরমাসহ অন্যান্য শাখা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত দু’সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলা ছোট-বড় হাওর-বিল ভরাট হয়ে গেছে। পানিতে নিছে তলিয়ে গেছে বোরো ফসল। সুরমা নদীর পানি বিপদসীমা অতিবাহিত না হলেও সুরমা, পিয়াইন ও চেলা নদীসহ উপজেলার সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অব্যাহত পানি বৃদ্ধি ফলে বড় রকমের বন্যার আশংকা করছেন স্থানীয়রা। বিগত দিনের কয়েক দফায় বর্ষণে জলাবদ্ধতা ও বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার বড় রকমের বন্যার আশংকায় দিশেহারা সাধারণ মানুষেরা। এদিকে দ্রুত পানি বৃদ্ধি পাওয়াতে গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়াসহ বিভিন্ন হাট-বাজারে পানি উঠে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে গো-খাদ্যের অভাবে গবাদিপশু নিয়েও চরম সংকটে পড়েছেন বানভাসি লোকজন। উপজেলার দক্ষিণ খুরমা, দোলার বাজার, জাউয়া বাজার ও সিংচাপইড় ইউনিয়নের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে ইউনিয়নের ছোট-বড় বেশ কয়েকটি হাওরের প্রায় অর্ধেক পাকা ও আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।   কোনো কোনো হাট-বাজারের অলিগলিতে পানি উঠে যাওয়ায় ও গ্রামের কাছা রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় লোকজনের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তাছাড়া অব্যাহত পানি বৃদ্ধি ও ভারত সরকার দু’ঘণ্টার জন্য বাঁধ ছেড়ে বাংলাদেশে পানি  দেবে এমন গুজবে জনসাধারণে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন