প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৯ অক্টোবর মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বায়েজীদস্থ গাউছুল আজম কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিতব্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা গতকাল বাদে জুমা কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ¦ আ.জ.ম. নাছির উদ্দীনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলাহাজ¦ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলহাজ¦ অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, আলহাজ্ব মোহাম্মদ সহিদুল করিম চৌধুরী, যুগ্ম-সম্পাদক ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, মুহাম্মদ আব্দুল মোমেন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ। বিভিন্ন উপ-পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ¦ মোহাম্মদ শহিদুল্লাহ, আলহাজ¦ মোহাম্মদ আনোয়ার উল্লাহ, মোহাম্মদ সেলিম, মুহাম্মদ ইরফান, মোহাম্মদ মামুন পারভেজ, মোহাম্মদ ইলিয়াছ, মাষ্টার মোহাম্মদ নেজাম উদ্দীন, আলহাজ¦ মুহাম্মদ জালাল উদ্দীন, মাষ্টার মোহাম্মদ মহসিন, মুহাম্মদ রশিদ আহমদ, মোহাম্মদ আজম প্রমুখ। বক্তাগণ নিজ নিজ উপ-পরিষদের কাজের চূড়ান্ত প্রস্তুতির উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে মোর্শেদে আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন