রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কায়েদ ছাহেব হুজুর (রহ.)’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি ঃ উপমহাদেশের অন্যতম বুযর্গ, প্রখ্যাত দার্শনিক জ্ঞানতাপস ও সমাজ সংস্কারক, ধর্ম-বর্ণ-নির্বিশেষে গণমানুষের আপনজন, ‘মতানৈক্যসহ ঐক্য’ নীতির কালজয়ী উদ্ভাবক, ‘কায়েদ ছাহেব’ খ্যাত হযরাতুল আল্লাম মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী  (রহ.)-এর ৮ম মৃত্যুবার্ষিকী আজ।
তাঁর জন্ম হয়েছিল ১৯১১ খৃস্টাব্দে ঝালকাঠির অজপাড়া-গাঁ তৎকালীন বাসন্ডা গ্রামে। অধ্যবসায়, কর্মগুণ, নেতৃত্ব, মননশীলতা এবং বিচক্ষণ জ্ঞানের আধার হিসেবে প-িতপ্রবর ড. মুহাম্মদ শহীদুল্লাহসহ তৎকালীন দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণের সকল অবদান ছাপিয়ে তিনি পীর ও মুর্শিদ কুতুবুল আকতাব হযরত নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর প্রধান খলীফাই শুধু হননি, পীর কর্তৃক প্রদত্ত ‘কায়েদ ছাহেব’ বা মহান নেতা খেতাবে এতোটাই প্রসিদ্ধ হন যে, তাঁর আসল নামই ঢাকা পড়ে যায় এবং খেতাবের যথার্থতাও প্রতিষ্ঠিত হয় অল্পকালের মধ্যেই।
বৃটিশ আমল থেকে ২০০৮ ইং সালের ২৮শে এপ্রিল তাঁর ওফাতের আগ পর্যন্তÑ ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে সূচিত তাঁর মতামত, ভাষণ, আন্দোলন ও সংগ্রামÑ একটি সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ রাষ্ট্র ও বিশ্ব নির্মাণে সর্বকালের মানুষের আদর্শ হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর জন্মস্থান ঝালকাঠিতে নানান কর্মসূচী গ্রহণের মধ্যে দিয়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কুরআনখানি, মীলাদ মাহফিল, সভা সমাবেশ, আলোচনা-পর্যালোচনা ইত্যাকার নানান আয়োজনের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রিয় মানুষটির মহাপ্রয়াণ দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে চায় ঝালকাঠির প্রতিটি মানুষ। দেশ-বিদেশের অন্যান্য স্থানেও পালিত হচ্ছে কায়েদ ছাহেব হুজুরের ওফাত দিবস উপলক্ষে নানান কর্মসূচী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন