আমাদের দেশে লাখো যুবক পোলট্রি খামার করে জীবিকা নির্বাহ করে। এই শিল্পে যেমন বেশি পুঁজি প্রয়োজন, তেমনি কঠোর শ্রমও দিতে হয়। কিন্তু বর্তমানে এ খাতে যারা জড়িত, তারা আজ নানা সমস্যায় জর্জরিত। নিজের পুঁজি এবং নিজের মেহনতের পরও প্রায়ই খামারি লোকসানের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে চাকরির পেছনে না দৌড়ে কর্মসংস্থান নিজে করার কারণে তারা প্রশংসার দাবিদার হলেও তাদের অর্থনৈতিকভাবে হিমশিম খেতে হচ্ছে। এ খাতে পর্যাপ্ত পুঁজি জোগানোর জন্য বিভিন্ন উৎস থেকে সহজে ঋণ মেলে না। পাশাপাশি এক শ্রেণির বাচ্চা উৎপাদনকারী এবং পোলট্রি খাবার সরবরাহকারীর কাছে এই উদ্যোক্তারা জিম্মি হয়ে আছেন। বাচ্চা উৎপাদনকারী আর পোলট্রি খাবার সরবরাহকারীরা যখন খুশি ইচ্ছামতো দাম বাড়িয়ে দেয় বা কৃত্রিম সংকট তৈরি করে। যেন দেখার কেউ নেই! অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণেও বছরব্যাপী এরা লোকসানের সম্মুখীন হয়। এতে পোলট্রি খামারিরা দিন দিন এ খাতে আগ্রহ হারিয়ে ফেলছে। সরকারের উচিত, এই সোনালি উদ্যোক্তাদের সহযোগিতায় এগিয়ে আসা।
কাজী সুলতানুল আরেফিন
ছাগলনাইয়া, ফেনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন