বেনাপোল অফিস : বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, গতকাল সকালের দিকে তাদের কাছে খবর আসে ভারতীয় ইছামতি নদী পার হয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। এ সময় বিজিবি ঐ নদীতে অভিযান চালিয়ে নৌকা থেকে শিশুসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে।
আটকদের মধ্যে নারী ৯ জন ও পুরুষ ২৫ ও ৭ শিশু রয়েছেন। তারা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। কাজের খোঁজে দালালের মাধ্যমে বিভিন্ন সময় সীমান্তপথে ভারতে গিয়ে আটক হয় সে দেশের পুলিশের হাতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন