শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সউদীতে অভিবাসীদের নিবন্ধন শুরু

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সউদী আরবে কর্মরত অভিবাসী বাংলাদেশীদের ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে। যেসব অভিবাসীর ফিঙ্গারপ্রিন্ট এখনো নিবন্ধন হয়নি তাদের অতি দ্রুত নিবন্ধন করে নিতে আহ্বান জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। শিগগিরই এ অনলাইন সিস্টেম বন্ধ হয়ে যাবে। নিবন্ধন না করলে প্রাপ্ত সুবিধাসমূহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সোমবার বিবৃতিতে এসব কথা জানিয়য়েছে সউদী আরবের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ। সউদী থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। সউদীতে অবস্থানরত সকল বিদেশিদের, যাদের আগে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করা হয়নি তাদের দ্রুত নিজেদের এবং তাদের সন্তানদের ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন করার অনুরোধ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে। এই প্রক্রিয়াটি দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অভিজ্ঞ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতিসহ প্রতিটি এলাকা এবং বিভিন্ন প্রদেশে স্থাপন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন