সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালেদার আইনজীবীদের আদালত বর্জন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১:২৪ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানির সময় আদালত বর্জন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবদুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ। সঙ্গে ছিলেন আইনজীবী নওশাদ জমির, বদরুদ্দোজা বাদল। খালেদার আইনজীবী নওশাদ জমির জানান, এই মামলায় অতিরিক্ত স্বাক্ষ্য প্রমানের জন্য আমরা রোববার একটি আবেদন করেছিলাম। একই সঙ্গে শুনানি মুলতুবির আবেদন করেছিলাম। আদালত ওইদিন তা নথিভুক্ত করে রাখেন। আজ আমরা আদালতকে জানাই এ বিষয়ে আমরা আপিল বিভাগে যাবো।
 
এ জন্য শুনানি মুলতুবির আবেদন করি। আদালত শুনানি মুলতুবির আবেদন খারিজ করে দেন। এরপর আমরা আদালত বর্জন করি। 
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে দুদক ও রাষ্ট্র পক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন