ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালত বর্জন করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের আওতাধীন ঈশ্বরগঞ্জ,নান্দাইল ও গৌরীপুর সিনিয়র সহকারী জজ আদালতের কোনো কার্যক্রমে অংশ নেননি আইনজীবীরা। জানা গেছে,সম্প্রতি ময়মনসিংহ জেলা আদালত প্রাঙ্গণে অবৈধ স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির ডাকে আদালত বর্জন কর্মসূচি পালিত হয়।
ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি জানান,জেলা আইনজীবী সমিতির সকল কর্মসূচির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করে ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতি আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন