ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে চার লাখ টাকা মূল্যের ৯৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি মহেশপুরের জলুলী ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, বিজিবির হাবিলদার আব্বাস আলী ও মোহাইমেন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কানাইডাঙ্গা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে ফেসসিডিলের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। তিনি আরো জানান, বিজিবি সদস্যরা এ সময় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা ৯৮৭ বোতল ফেনসিডিল ফেলে ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার কাশিপুর গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি ফেনসিডিল উদ্ধার করে মহেশপুরের জলুলী বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। বিজিবির হাবিলদার আব্বাস আলী জানান, উদ্ধারকৃত ফেনসিডিল সিজার লিষ্ট করে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক চার লাখ টাকা হবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন