সম্প্রতি একটি টিভি টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোনায়ও একটি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র স্ত্রী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা বাদী হয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনকে আসামী করে বুধবার দুপুরে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে-১ এই মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী মনোয়ার পারভেজ জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৯ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক শরিফুল হক মামলাটি আমলে নিলেও এখনও পর্যন্ত কোন আদেশ দেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন