কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদ করায় নসিমন চালক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কোটালীপাড়া কান্দি সড়কের ধারাবাশাইল বাজার নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নির্মান শ্রমিকরা কোটালীপাড়া কান্দি সড়কে ধারাবাশাইল নামক স্থানে রাস্তায় মেসার্স অনামিকা ট্রেডার্স এর মালামাল ও ট্রাক রেখে যাতায়াতের পথ আটকে রেখে কাজ করছিল। এ সময় নসিমন চালক ছলেমান প্রতিবাদ করায় শ্রমিকরা তাকে মারপিট করে। এ ঘটনা নসিমন চালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আরমান (২৯), আলী হোসেন (২৫), জুয়েল শেখ (২৫), মনোয়ার শেখ (৩০), সুমন (১৯), আলেম মৃধা (৩৫), মোঃ আলম (৪২) ও সিরাজ (৩২)কে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নাজমুল, রুবেল, ছলেমান, রাসেল সহ আরো অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় পুলিশ নাঈম শেখ (১৪) কে আটক করেছে। এ ব্যপারে কোটালীপাড়া নসিমন চালক সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন অভিযোগ করে বলেন ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক নারায়ন দাম ও সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরার উপস্থিতিতে তার শ্রমিকরা আমার লোকজনদেরকে মারপিট করেছে। এছাড়াও পুলিশ নাঈম শেখ নামে এক নিরপরাধ কিশোরকে ধরে এনে থানায় বসে মারপিট করেছে। এ প্রসঙ্গে কোটালীপাড়া থানার এস.আই শাহ আলম মারপিটের ঘটনা অস্বীকার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন