রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জমিয়াতুল মোদার্রেছীনের চাঁদপুর সদর উপজেলা কমিটি গঠিত

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

জমিয়তুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে গতকাল বিকাল ৩ টায় বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে জমিয়তুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলার নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা ড. একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আ ন ম মহিবুল্লাহ ও জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান খান। প্রধান অতিথি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এ দেশের লাখ লাখ মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবী। তাই অনতিবিলম্বে বেসরকারি মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত কাউন্সিলরদের সরাসরি ভোটে জমিয়তুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব মাওলানা এ. টি. এম মোস্তফা হামিদী, অধ্যক্ষ, চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, সেক্রেটারী নির্বাচিত হন মাওলানা মো. জসীম উদ্দীন, অধ্যক্ষ, বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাওলানা মো. জিয়াউদ্দিন খন্দকার, সুপার, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা। সভায় নির্বাচনী কাউন্সিল পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আ ন ম মহিবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান ও অধ্যক্ষ মাওলানা আ হ ম সাইফুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা। - প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন