শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আজ ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ৯:৩২ এএম

নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি। তিন দিনের সফরে তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে সফরকালে চীনা মন্ত্রী ঝাও কেঝি স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করতে আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সন্ত্রাস ও জঙ্গীবাদ এখন দুই দেশের জন্য অভিন্ন শত্রু। এ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যেই চীন বাংলাদেশকে সহযোগিতা দিতে চায়।
চলতি বছরে চীনের শীর্ষ পর্যায়ের নেতার এটাই প্রথম বাংলাদেশ সফর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন