শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডিএনসিসি(উত্তর) এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ৪:৩৮ পিএম

রাজধানীর ছোট দিয়াবাড়ি, বেড়িবাঁধ, মাজার রোড, মিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ২শ'টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

এছাড়া সড়কে বাঁশ ফেলে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তিনটি বাঁশের আড়তকে তিনটি পৃথক মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন