শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবচর উপজেলা সংবাদদাতা : ঘনকুয়াশায় কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় ঘাটে আটকা পড়ে যাত্রীরা প্রচন্ড শীতে দুর্ভোগের শিকার হন । বিআইডবিøউটিএ , বিআডবিøউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত বাড়ার সাথে সাথে কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে । বিকন বাতি , মার্কিং পয়েন্ট অস্পষ্ঠ হয়ে উঠলে দুঘর্টনা এড়াতে গতকাল সোমবার ভোর রাত ৫টার দিক এ রুটের সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ পদ্মায় ৬টি ফেরিসহ এরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয় । এসময় দুই শতাধিক যানবাহন কাওরাকান্দি ঘাটে আটকা পড়ে প্রচÐ শীতে যাত্রীরা দুর্ভোগ পোহান। সোমবার সকাল ১০টার দিক কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল শুরু হয় । তবে নদীতে ক’য়াশা থাকায় ফেরিগুলো সতর্কতার সাথে চলাচল শুরু করে । বিআইডবিøউটিসি কাওরাকান্দি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন , শীতের সময় কূয়াশা বাড়লে দূঘর্টনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। তবে আমাদের সকল ফেরি সচল রয়েছে। ঘাট ব্যবস্থানাও ভাল থাকায় কোন যানযট নেই ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন