স্টাফ রিপোর্টার : দ্রুত বিকাশমান ডিজিটাল জীবনধারা নিয়ে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সাথে মতবিনিময়ের জন্য ‘ইন্টারনেট ফর ইউ’ সেশনের আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি। কর্পোরেট দায়বদ্ধতার আওতায় আয়োজিত এই সেশনটিতে অংশগ্রহণ করেছেন প্রায় ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। নিশ্চিতভাবে ইন্টারনেট এ দশকের অন্যতম সেরা উদ্ভাবন। আর ডিজিটাল জীবনধারা বিকাশের পাশাপাশি ইন্টারনেটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু অনেকেই বিশেষ করে তরুণরা ইন্টারনেটের সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতন না হওয়ায় এ পরিবর্তিত ধারার সুফল কাজে লাগাতে পারছেন না। তাই একটি দায়িত্বশীল অপারেটর হিসাবে কার্পোরেট দায়বদ্ধতার আওতায় ‘ইন্টারনেট ফর ইউ’ নামে কার্যক্রম হাতে নিয়েছে রবি। ইন্টারনেটকে কীভাবে নেটওয়ার্কিং, লার্নিং ও আত্ম-উন্নয়নের জন্য ‘সঠিক এবং নিরাপদ’ উপায়ে ব্যবহার করা যায় এ কার্যক্রমের মাধ্যমে সে বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করে তোলা হচ্ছে। এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলাতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতেও এ সেশনের আয়োজন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন