শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে চাঁদপুরে দুর্ভোগ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৯:৩৯ এএম

সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে চাঁদপুরে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চাঁদপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

এমনকি শহরে সাধারণ যানবাহন তথা রিক্সা, অটো চলাচল বন্ধ থাকায় স্কুল-কলেজের ছাত্রী-ছাত্রী এবং কর্মস্থলমুখি মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে। নিরুপায় হয়ে কেউ কেউ পায়ে হেটে সন্নিকটের বিদ্যালয়ে সন্তানকে পাঠালেও অধিকাংশ ছাত্রী-ছাত্রীরা আজ বিদ্যালয়ের অনুপস্থিত থাকছেন।

পবিবহন শ্রমিকরা কোথাও কোথাও সড়কে ইট-পাথর রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে সকাল সাড়ে ৯টা পযর্ন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন