শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে শেষ হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৩:৫১ পিএম

ইলিশ প্রজনন মৌসুম হিসেবে গত ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি করে সরকার। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সেই নিষেধাজ্ঞার মেয়াদ তাই মধ্যরাত থেকে ধরা যাবে ইলিশ।

ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুম হিসেবে ৭ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে বলা হয়, এ সময়ে ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় অন্যান্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছর মেয়াদে জেল বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে।

এদিকে গত ২২ দিনে মা ইলিশ ধরার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরার অভিযোগ ওঠেছে। এজন্য অনেক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা গুনতে হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন